শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | অতুল-মৃত্যুর প্রতিচ্ছবি রাজস্থানে, চিকিৎসকের রহস্যমৃত্যু, চিঠিতে লিখে গেলেন কারণ! 

Riya Patra | ১৩ ডিসেম্বর ২০২৪ ০৯ : ১৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অতুল সুভাষ, তাঁর মৃত্যুর পর থেকে গত কয়েকদিনে জোর চর্চা ডিভোর্স, খরপোশ, হয়রানি, মানসিকচাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। গত কয়েকদিনে বহু মানুষ অতুলের প্রসঙ্গ টেনে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গার্হস্থ্য হেনস্থার জেরে অতুলের মৃত্যু নিয়ে গত কয়েকদিনে তোলপাড়। মৃত্যুর আগে ২৪ পাতার একটি চিঠি লিখেছিলেন অতুল, তাতে তিনি স্পষ্টতই দায়ী করে গিয়েছেন তাঁর স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। তিনি ৯০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন।

অতুলের পরেই ফের প্রকাশ্যে এসেছে আরও এক আত্মহত্যার ঘটনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের ওই যুবক, পেশায় চিকিৎসক নিজের জীবন শেষ করেছেন। রাজস্থানের জয়পুরের অজয় কুমার একটি আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, মৃত্যুর পর তাঁর কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে, যাতে তিনি স্ত্রীকে দায়ী করে লিখেছেন। ওই চিঠিতে দাম্পত্য কহলের ইঙ্গিত স্পষ্ট বলেও জানিয়েছে পুলিশ। 


যোধপুরের কীর্তি নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন অজয় কুমার। তাঁকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে তাঁকে বারবার ফোন করেও পরিবার যোগাযোগ করে উঠতে পারেনি। উদ্বেগের মাঝেই অজয়ের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় দেহ। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর,  অজয়ের স্ত্রী জয়পুরের একটি হাসপাতালে কর্মরত। অজয়ের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অজয়কে মানসিকভাবে হেনস্থা করছিলেন, যার জেরেই নিজেকে শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছেন অজয়। 

উল্লেখ্য, মর্মান্তিক কাণ্ড ঘটানোর আগে অতুল একটি ৯০ মিনিটের ভিডিও বানান। সেখানে তিনি জানিয়েছেন, স্ত্রী তাঁর বিরুদ্ধে ন'টি কেস করেছেন। ছ’টি নিম্ন আদালতে এবং তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ২০২২ সালে প্রথম স্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন-সহ একাধিক ধারা আনা হয়েছে। এমনকী স্ত্রীর বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছেন তাঁকে। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন। পরে সেটি মিথ্যা বলে প্রমাণিত হয়। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোশের দাবি করেন স্ত্রী এবং সন্তানের জন্য। সুভাষের ভাই জানিয়েছেন, মামলা মিটিয়ে নিতে তিন কোটি ক্ষতিপূরণ চেয়েছিলেন নিকিতা এবং তাঁর পরিবারের লোকেরা। 


তাও লড়ে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল কর্মসূত্র বেঙ্গালুরুতে থাকতেন। অতুলের বিরুদ্ধে মামলাগুলি দায়ের করা হয়েছিল সব উত্তরপ্রদেশে। প্রায় ৪০ বার তাঁকে সেখানে হাজিরা দিতে যেতে হয়েছে। অতুল তাঁর সুইসাইড নোটে লিখেছেন, সাম্প্রতিকতম শুনানিতে বিচারক রিতা কোশিক জানতে চান মামলাটির নিষ্পত্তি হচ্ছে না কেন। উত্তরে অতুল জানান, তাঁর স্ত্রী প্রথমে এক কোটি টাকার খোরপোশ দাবি করেছিলেন এবং এখন তিন কোটির খোরপোশ চাইছেন। বিচারক বলেন, আপনার কাছে এত টাকা রয়েছে বলেই চাইছেন। এর পর অতুল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য তুলে ধরে বলেন, এই ধরনের বেশির ভাগ মামলাই মিথ্যে হয় এবং এর ফলে নিজেকে শেষ করে দেন অনেক পুরুষই। এই কথা শুনে নিকিতা বলেন, তা হলে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ না কেন। অতুল দাবি করেছেন, এই কথা শুনে হেসে দেন বিচারক।  তাঁর স্ত্রীকে কোর্টের বাইরে পাঠিয়ে বিচারক অতুলের থেকে পাঁচ লক্ষ টাকা চান মামলা নিষ্পত্তি করে দেওয়ার নাম করে। এর পরেই বিচার ব্যবস্থার উপর আস্থা উঠে যায় অতুলের।


#Death#doctors death#atul subhas death#doctor desath in rajasthan



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভারতের পাসপোর্ট থাকলেই হল, এবার আরও সহজে যেতে পারবেন এই ১২৪ দেশ...

রাজধানীকে হারাতে তৈরি বন্দেভারত স্লিপার ট্রেন, কবে থেকে শুরু হবে এই ট্রেন...

বাকি জিএসটি, জোম্যাটোকে ৮০০ কোটির বেশি বকেয়া মেটানোর নির্দেশ ...

সন্ন্যাসীর মতো জীবনধারণ করুন, বিচারপতিরা এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া: সুপ্রিম কোর্ট...

সংবাদপত্র রোজ পড়েন? খবরের কাগজের নীচে চারটি রঙের ডট থাকে কেন জানেন?...

সিনেমায় নয় সত্যি! 'অ্যানিমালে'র মেশিন গানে চেপে বিয়ের আসরে বর-কনে, চলল গুলি...

টিনের বাক্সে মাথা আটকে জেরবার, ভালুক ছানাকে মুক্ত করল ভারতীয় সেনা...

'এক দেশ, এক ভোট'-এর প্রস্তাবে সায় মোদি মন্ত্রিসভার, কী বলছে রাজনৈতিকমহল...

আবেদন করলেও নাও মিলতে পারে আধার! কী করবেন? বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর ...

বিবাহবিচ্ছেদের পার্টি করতে গিয়ে এ কী করলেন যুবক, সমাজমাধ্যমে হাসির রোল...

বাংলাদেশে বিএনপি'র ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চ, তড়িঘড়ি নিরাপত্তা জোরদার করা হল এ দেশের সীমান্তে...

বিবাহ বিচ্ছেদ হতেই উফফ কী শান্তি! প্রাক্তন স্ত্রীয়ের ম্যানিকুইন বানিয়ে কেক কেটে উদযাপন স্বামীর...

পিএফের টাকা তুলতে পারবেন সহজেই, কবে থেকে এটিএমে মিলবে এই সুবিধা...

টাকার অভাবে নষ্ট হতে চলেছে শিক্ষাজীবন, আশার আলো নিয়ে এল এলআইসি ...

ঠিক যেন কলিযুগে রামায়ণ, ধনুক তুলে রাম বিয়ে করলেন সীতাকে! হিন্দু সংস্কৃতি নষ্টের দাবি নেটিজেনদের...



সোশ্যাল মিডিয়া



12 24